ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পাথরবোঝাই একটি ট্রাক থেকে প্রায় ২ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ করেছে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের ইব্রাহিমপুর এলাকায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৫ বিজিবির একটি বিশেষ টহলদল আজ ভোর সাড়ে ৩টায় হবিগঞ্জের মাধবপুর সংলগ্ন চান্দুরা এলাকায় অবস্থান নেয়। এ সময় সিলেট থেকে ঢাকাগামী একটি পাথরবোঝাই ট্রাক বিজিবির উপস্থিতি টের পেয়ে দ্রুত পথ পরিবর্তনের চেষ্টা করে। সন্দেহ হওয়ায় বিজিবি সদস্যরা ট্রাকটির পিছু ধাওয়া করেন এবং বিজয়নগর উপজেলার ইব্রাহিমপুর এলাকা থেকে সেটি আটক করতে সক্ষম হন।
আটককৃত ট্রাকটিতে তল্লাশি চালিয়ে পাথরের নিচে অভিনব কায়দায় লুকানো অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় পণ্য উদ্ধার করা হয়। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে- উন্নতমানের শাড়ি ৩৬৯ পিস, লেহেঙ্গা ৮৩ পিস, জিরা ৫৭০ কেজি, কসমেটিকস সামগ্রী ১৭,৯৫২ পিস, পরিবহন কাজে ব্যবহৃত ট্রাক একটি।
বিজিবির হিসাব অনুযায়ী, জব্দকৃত মালামাল ও ট্রাকের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ৮৯ লাখ ৬ হাজার ৮০০ টাকা।
সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জব্বার আহমেদ জানান, সীমান্ত এলাকায় নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও অভিযানিক কার্যক্রম সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। তিনি বলেন, ‘সীমান্তে যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম রোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। উদ্ধারকৃত মালামাল আইনানুগ প্রক্রিয়ায় আখাউড়া কাস্টমসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।’

0 মন্তব্যসমূহ